FORGOT YOUR DETAILS?

Waltz with Bashir 2008

ইসরাইল এর দেখা প্রথম কোন অ্যানিমেশন মুভি । বাতিক্রম ধর্মী অ্যানিমেশন । এতো সুন্দর করে বাস্তবতা কীভাবে যে পরিচালক রা ফুটিয়ে তুলে । পুরো ছবিটাই দেখার সময় একটা ঘোরের মধ্যে ছিলাম । কি হচ্ছে প্রথমে কিছুই বুজতে পারি নাই । শেষ এ এসে সব কিছু পরিস্কার হয়ে গেলো । ছবির শুরুটা ছিল অসাধারন ।

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

1982 Lebanon War থেকে ফিরে আসার পর একজন সোলজার তার স্রিতিসক্তি হারিয়ে ফেলে । সে অদ্ভুত অদ্ভুত সব সপ্ন দেখতে থাকে । তার সপ্নগুলার ব্যাখ্যা জানতে সে তার বন্ধুদের কাছে যায় । যারা তার সাথে যুদ্ধ করেছিলে । একের পর এক অদ্ভুত অদ্ভুত সমস্যার সম্মুখীন হতে হয় তাকে । বন্ধুদের কাছ থেকে জানার পরেও সে কোন ভাবেই মনে করতে পারে না কি হয়েছিল সেই যুদ্ধে । কি এমন ঘটেছিল যা তাকে তাড়া করে বেড়াচ্ছে । কেনই বা সে কিছুই মনে করতে পারছে না জানতে হলে দেখতে হবে Waltz with Bashir

TOP