FORGOT YOUR DETAILS?

The Pool 2018

The Pool_2018
Thriller

One of the best survival movie . দুর্দান্ত মেকিং । অতিরঞ্জিত কোন বিষয় নেই এতো চমৎকার ভাবে দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছেন , পরিচালকের প্রশংসা করতেই হয় । দেড় ঘণ্টা শুধু কি হবে কি হবে ভেবেই চলে গেছে । শুরু থেকে ফিনিসিং হতাশ হবার কোন সুযোগ নেই ।

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

অপরিতেক্ত এক সুইমিং পুল ভাড়া করা হয় ছবির শুটিং এর জন্য । নায়ক আর্ট ডিপার্টমেন্ট এ কাজ করে । শুটিং শেষে সবাই চলে গেলে নায়ক পুল এর উপর বিশ্রাম নিতে থাকে । ধীরে ধীরে পুলের পানি সরে গেলে নায়ক সেই পুল থেকে আর উঠতে পারেনা । অন্যদিকে বন্যার কারনে এক কুমির নিখোঁজ , অনাকাঙ্ক্ষিত ভাবে সেই পুল এ এসে পরে নায়কের স্ত্রী । নায়ক তার ওয়াইফ এবং কুমিরের মধ্যে চলে ৭ দিন যুদ্ধ । বাঁচতে কি পারে ?

লিঙ্কঃ https://www.imdb.com/title/tt9128686/

TOP