FORGOT YOUR DETAILS?

The Gifted Hands 2013

আমার ১৫০+ দেখা সিরিয়াল কিলার মুভি থেকে আজকে একটা সাই-ফাই সিরিয়াল কিলার মুভির সাথে পরিচয় করিয়ে দিবো । সিরিয়াল কিলার মুভির জন্য কোরিয়ান রাই বেষ্ট , সাই-ফাই রেখেও অসাধারণ মেকিং করেছে । অসধারন অভিনয় , মেকিং এবং প্লট । ভালো না লাগার কোন কারন ই নাই আর শেষ টুইস্ট টা দেখে চরম লাগবে । ২০১৩ এর দেখা বেষ্ট সিরিয়াল কিলার মুভি । না দেখলে মিস করবেন

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

নায়ক একজন ডিটেকটিভ । একদিন রাতে সে দেখতে পায় কেউ একজন দেয়ালে রং দিয়ে একটা ছবি আঁকছে । তাঁর সাথে হাতাহাতির এক পর্যায়ে সে পালিয়ে যায় । এক মহিলা পুলিশ ষ্টেশন এ আসে তাঁর মেয়ে কয়েকদিন ধরে মিসিং । নায়ক কেস তাঁর ভার নেয় । কয়েকদিন পর মিসিং মেয়েটার লাশ পাওয়া যায় । অদ্ভুত ব্যাপার হচ্ছে যেই স্থানে লাশ পাওয়া যায় ঠিক সেই স্থানের ছবি এঁকেছিল রং দিয়ে । যার সাথে ডিটেকটিভ এর হাতাহাতি হয়েছিল । তাহলে কি এই পেইন্টারই সিরিয়াল কিলার । না ভাই মাত্র তো কাহিনী শুরু । কিছু অদ্ভুত ক্লু পায় নায়ক আর সেই আঁকা ছবি থেকে অনেক তথ্য পেয়ে সিরিয়াল কিলার কি খুঁজতে থাকে । এক না দুই না ৩ বার এটেম্পট নিয়েও সিরিয়াল কিলার কে খুঁজে বের করতে যখন হতাশ ডিটেকটিভ রা ঠিক তখনই এখন সাইকোমেটরি এর সাহায্য নেয় তাঁরা । সাইকোমেটরি মানে যে স্রিতি এর মাধ্যমে তাঁর মেমোরি কে দেখতে পায় । ঘটে যাওয়া ঘটনা সে দেখতে পায় । একদম নিরাশ হবেন না কথা দিলাম । সিরিয়াল কিলার টাকে আমার কাছে অস্থির লাগছে । লুক টা চরম ছিল । দেখে ফেলুন মুভিটা ।

TOP