FORGOT YOUR DETAILS?

শৌখিনদার হুমায়ূন

শৌখিনদার হুমায়ূন
সালেহ চৌধুরী । অন্যপ্রকাশ

বইটিতে মূলত সতেরটি নিবন্ধে হুমায়ুন আহমেদের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলােকপাত করা হয়েছে । আলাে ক্ষীণ হলেও কিছু দ্যুতি তাে ছড়াতেই পারে-এই উদ্দেশেই

ছড়িয়ে-ছিটিয়ে থাকা লেখাগুলাে একত্রে গেঁথে নেওয়া। হুমায়ূনকে নিয়ে সালেহ চৌধুরীর প্রচুর পরিমাণ লিখা রয়েছে । সেই ১৯৭৩ থেকেই লিখে যাচ্ছেন যা হুমায়ূন অন্তত পছন্দ করতেন। হুমায়ন কে নিয়ে জড়িয়ে থাকা সকল স্রিতি বিজড়িত ঘটনাগুলো তুলে ধরেছেন বইটিতে ।

TOP