FORGOT YOUR DETAILS?

Pet 2016

Pet (2016)
Horror | Thriller

কাহিনী , অভিনয়, মেকিং সব মিলিয়ে একটি দুর্দান্ত দেড় ঘণ্টার থ্রিলার মুভি যা আপনাকে হতাশ করবেনা । শুরু থেকে শেষ এক ধরনের সাসপেন্স এর মধ্যে থাকবেন আপনি ।

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা
Pet shelter এ কাজ করা নায়ক বোরিং একাকীত্ব অনুভব করে । লাইফে এ কোন আনন্দ নেই কোন বন্ধু নেই । একদিন বাস এ এক সুন্দরী মেয়েকে দেখে তার কলেজ লাইফ এর কোন ফ্রেন্ড ভেবে তার সাথে ভাব জমানোর চেষ্টা করে । এরপর প্রায়ই সে মেয়েটাকে নানাভাবে কনভেন্স করার চেষ্টা করে । এক সময় মেয়েটি টের পেয়ে নায়ক কে ইগ্নর করলে নায়ক প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে নায়িকাকে তুলে নিয়ে এসে, Pet shelter এর এক সিক্রেট খালি রুম এ তাকে বন্ধ করে মেতে উঠে এক পৈশাচিক খেলায় । নায়িকা কি আউদো বাঁচতে পারে ? ফিনিসিং টা দারুন ছিল ।

IMDB Link: https://www.imdb.com/title/tt1183374

TOP