FORGOT YOUR DETAILS?

Persepolis 2007

যারা ভিন্নধর্মী অ্যানিমেশন পছন্দ করেন তারা একবার হলেও যেন মুভিটা দেখবেন । এতো সুন্দর ভাবে জীবনের বাস্তবতা পরিচালক ফুটিয়ে তুলেছেন যে , একটা স্যালুট অবশ্যই দিতে হয় । একজন ইরানীয়ান লেখিকার উপন্যাস থেকে ছবিটা করা হয়েছে নাম Marjane Satrapi । ঐতিহাসিক শহর Persepolis এর উপর ভিত্তি করেই কাহিনীটা লেখা ।

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

একদমই সাদাসিধে কাহিনী । কিন্তু পরিচালক ছবিতে এতো কিছু দেখিয়েছেন যে ছবিটার প্রশংসা না করে পারবেন না । একজন মেয়ের জীবনের উথান -পতন দেখানো হয়েছে । ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সে কি কি সমস্যা ফেস করে তাই ছবিতে তুলে ধরা হয়েছে । ইরান এবং ইরাক এর যুদ্ধের সময়ের এর কাহিনী । সেই সময়ের ভয়াভয়তাকে তুলে ধরা হয়েছে । প্রথম আধা ঘণ্টা দেখলে মনে হবে ১৯৭১ সালের আমাদের যুদ্ধের কাহিনী দেখছি । মিউজিক এর কথা আর কি বলবো , শুধু শুধু তো আর রেটিং ৮ দেয়া হইনি । বোরিং হবার তো কোন সুযোগ ই নাই , মুভি শেষ হলেও রেশ রয়ে যাবে অনেক ক্ষণ ।

TOP