FORGOT YOUR DETAILS?

Munafik 2016

ফাইনালি মুভিটা দেখলাম । অস্থির মেকিং আর চমৎকার উপস্থাপন । বিশ্বাসীদের সাথে আল্লাহ্‌ সব সময় থাকেন এমন একটা কনসেপ্ট কে হরর মুভিতে রূপ দেয়া সত্যিই পরিচালকের প্রশংসা করতে হয় । Dabbe এর সাথে অনেক অংশেই মিল পাবেন । হরর থেকেও রহস্য বেশি রয়েছে মুভিটিতে । শুরু থেকে শেষ পর্যন্ত সাসপেন্স ।

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

এক্সিডেন্ট এ নায়ক আদম এর স্ত্রী গাড়ী চাপা পড়ে মারা যায় । কোনভাবেই সে এই এক্সিডেন্ট কে মেনে নিতে পারেনা । অন্যদিকে পাসের গ্রামে মারিয়া নামে এক মেয়ের শরীরে শয়তান ভর করে , তাকে সুস্থ করতে গিয়ে ঘোটতে থাকে একের পর ঘটনা । মসজিদের ইমাম আর বন্ধু ওসমান কে নিয়ে মারিয়া কে সুস্থ করার চেষ্টা করলে প্রান দিতে হয় ইমাম কে আর গায়েব হয়ে যায় বন্ধু ওসমান । একদিকে ইমাম এর মৃত্যুর রহস্য অন্যদিকে বন্ধু ওসমান গায়েব আর মারিয়ার উপর ভর করা শয়তানের সন্ধান করতে গিয়ে আদম মুখোমুখি কিছু ভয়ানক সত্তের , জানতে পারে কেন তার স্ত্রী কে জীবন দিতে হয় । সাউন্ড এডিটিং চমৎকার হয়েছে এক মনে দেখলে ভয় পাবেন নিশ্চিত ।

TOP