FORGOT YOUR DETAILS?

Kirikou and the Sorceress 1998

দারুণ একটা অ্যানিমেশন । টাইম পাস এর জন্য দেখতে পারেন একটুও বোর হবেন না । রূপকথার গল্প কার না ভালো লাগে । আফ্রিকার রূপকথার একটি গল্পের উপর বেস করে মুভিটা করা । মেকিং টা দারুণ হয়েছে আর কাহিনীটাও বেস ইন্টারেস্টিং ।

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

আফ্রিকার ছোট্ট একটি গ্রামে কারাবা নামে এক জাদুকরী বাস করে । গ্রামের সকল পুরুষ কে মেরে ফেলে এবং কোন গ্রামবাসী স্বর্ণ না দিলে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয় । গ্রামে কোন পুরুষ নেই হটাৎ করেই জন্ম নেয় বাচ্চা শিশু কিরুকু । সে অন্য বাচ্চাদের থেকে আলাদা , জন্ম থেকেই সে কথা বলতে পারে এবং একজন পুরুষ এর মত সব কাজ ই করতে পারে ।
গ্রামের সাধারন মানুষকে জাদুকর এর হাত থেকে রক্ষা করতে সে বিভিন্ন পদক্ষেপ নয় । সে একাই চলে যায় কারাবার কাছে এবং জানতে চায় কেন সে শয়তান জাদুকর ? কেন মানুষের ক্ষতি করে । একসময় জাদুকর কারাবা শিশু কিরুকু এর উপর ক্ষিপ্ত হয় । জাদুকর কারাবা এর সব রহস্য জানতে হলে পাহাড়ের ওপারে যেতে হবে শিশু কিরুকুকে । গ্রামবাসী কে
শয়তান জাদুকর এর হাত থেকে রক্ষা করতে কিরুকু তার অভিযান শুরু করে । দেখে ফেলুন ভালো লাগবে কিরুকু এর অ্যাডভেঞ্চার ।

TOP