FORGOT YOUR DETAILS?

H 2002

১৫০+ এর মত সিরিয়াল কিলার দেখে শেষ , তাই সব মুভি ই এখন আমার কাছে নরমাল মনে হয় । দেখতে পারেন এই মুভিটা ,স্টার্টটিং থেকে শুরু করে প্রথম দের ঘণ্টা পিসি থেকে উঠতে পারবেন না । যখন সিরিয়াল কিলার এর প্যাটার্ন জানতে পারবেন মানে কীভাবে খুন করে ভালোই লাগবে ব্যাপারগুলো । কিন্তু শেষে এসে একটু হতাশ হতে পারেন । কারন ফিনিসিং টা আরও ভালো কিছু এক্সপেক্ট করেছিলাম । মোটা মুটি টাইম পাছ করার জন্য অবশ্যই ভালো মুভি ।

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

কোরিয়ান মুভি মানেই তো ডিফারেন্ট মেকিং । শুরুতেই বৃষ্টি হচ্ছে আর খুনের রহস্য বের করতে কয়েকজন ডিটেকটিভ এর পাগলপ্রায় অবস্থা । হুম শুরুতেই দেখানো হয় , এক ময়লার ডাস্টবিন এ লাশ পাওয়া গেছে এক মেয়ের শুধু তাই না সেই মেয়ের পেটে ছিল বাচ্চা । পাশে বাচ্চার লাশ । কিছুদিন পর আবার খুন এইবার বাস এ এই মেয়েও ছিল প্রেগন্যান্ট । বুঝতেই পারছেন সিরিয়াল কিলার এর প্যাটার্ন । ডিটেকটিভ রা যখন প্রায় অস্থির তখন সাহায্য নেই জেল এ বন্ধী এক সিরিয়াল কিলার এর যে কিনা আগে এই ভাবে খুন করতো । শর্ত সাপেক্ষে সিরিয়াল কিলার কিছু ক্লু দেয় পুলিশ কে , কিন্তু খুন কি আর থেকে থাকে । কেস টা জটিল থেকে জটিলতর হতে থাকে , যখন ধীরে ধীরে কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে তখন পুলিশ কিলার কে জানতে পেরে নিজেই তব্দা মেরে যায় সো কে সেই কিলার জানতে হলে দেখতে হবে ।

TOP