FORGOT YOUR DETAILS?

Grace 2009

Grace (2009)
Horror | Thriller

শুধু কি ভুত প্রেত আর ব্লাক ম্যাজিক মানেই ভূতের মুভি ? না কিছু মুভি আছে যা গা ছম ছম করা কাহিনী , প্রতিটা মুহূর্তেই ভয় , প্রতিটা মুহূর্তেই গা শিউরে উঠার মত অনুভূতি । তেমনি দুর্দান্ত একটি প্লট নিয়ে লেখা মুভিটির মেকিং , অভিনয় সব মিলিয়ে একটি পারফেক্ট এন্ডিং ।

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

সন্তানের প্রয়োজনে বা বাঁচাতে মা কি সব কিছুই করবে যদি সেটা অন্যায় বা খারাপ কিছুও হয় । পর পর দুই বছর চেষ্টা করে প্রেগন্যান্ট হতে না পেরে টানা ৩ বছর আবারও চেষ্টা করে ফাইনালি প্রেগন্যান্ট হয় । এবার সে প্রতিজ্ঞা করে কোন ধরনের মেডিক্যাল এ যাবেনা এবং তার নানীর কোন কথাই শুনবেনা । তাই সে নিজের পছন্দের একজন ধাত্রী রাখে নরমাল ডেলিভারি করার জন্য বাসায় ।
কিন্তু নিয়তিতে লিখা ছিল অন্য কিছু ৮ মাসের সময় একটি এক্সিডেন্ট এ স্বামী মারা যায় আর নায়িকা ভয়ানক ভাবে আঘাত প্রাপ্ত হয় । সে অসম্মতি জানায় তার ডেলিভারির জন্য এবং ১০ মাস পর স্বাভাবিক ডেলিভারি হয় । প্রথম কয়েকমাস ভালই যাচ্ছিল একদিন কিছুতেই কান্না থামছিল না বাচ্চাটির নায়িকা বুকের দুধ খাওয়াতে নিলে দেখা যায় বাচ্চা রক্ত চুষে খাচ্ছে । এরপর থেকেই মূল গল্প শুরু যা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে ।

TOP