FORGOT YOUR DETAILS?

Ernest & Celestine 2012

অসম্বব সুন্দর চমৎকার একটা অ্যানিমেশন মুভি দেখলাম অনেক দিন পর । যদিও ফ্রজেন এর সাথে পাল্লা দিয়ে অস্কার পাইনি তবুও আমি বলবো । এইটা একটা বেষ্ট মুভি । পুরোটা মুভির আমেজ এতো সুন্দর । কিছুক্ষণ এর জন্য সেই রূপকথার দেশে চলে গিয়েছিলাম । কাহিনী টাও অনেক সুন্দর , মেকিং অসাধারণ আছে অ্যাডভেঞ্চার আছে মজা সব মিলিয়ে পারফেক্ট মুভি । না দেখলে মিস করবেন ।

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

Ernest ভালুক এর নাম আর Celestine একটা ইঁদুর । শীত এ বরফ জমে আছে কোথাও খাবার নাই । ভালুক খাবার এর জন্য মরিয়া হয়ে আছে । অন্যদিকে ইঁদুর ভালুক এর দাঁত জোগাড় করার জন্য বের হয়েছে । এই সময় Ernest & Celestine এর পরিচয় হয় । ইঁদুর দের ধারনা ভালুক আর ইঁদুর কখনও বন্ধু হতে পারে না । Celestine তা বিশ্বাস করে না Ernest এর সাথে বন্ধুত্ব হয়ে যায় । একের পর এক মজার এবং অ্যাডভেঞ্চার ঘটনা ঘোটতে থাকে । ভালুক চুরি করে ধরা খায় আর ইঁদুর বাঁচাও । একসময় যখন ইঁদুর রা জানতে পারে Celestine ভালুক এর সাথে সম্পর্ক করেছে তখন তাঁকে গ্রেফতার করার জন্য ইঁদুর পুলিশ আর চুরি করার জন্য Ernest কে ভালুক পুলিশ ধাওয়া করে । Ernest & Celestine এক বাড়িতে আস্রয় নেয় এবং দুজনের মধ্যে ঘোটতে থাকে মজার ঘটনা । ফিনিসিং টা বলবো না শুধু বলি এতো সুন্দর ফিনিসিং খুব কম মুভিতেই দেখেছি ।

TOP