FORGOT YOUR DETAILS?

Deranged 2012

কোরিয়ান মানেই তো অস্থির কিছু আরও একটা অস্থির থ্রিলার মুভি দেখে ফেললাম । পুরো মুভি জুড়েই থ্রিল । শেষ পর্যন্ত সাসপেন্স রাখা হয়েছে । ডিফারেন্ট একটা মুভি । মেকিং এক কথায় অসাধারণ

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

নায়ক একজন মেডিক্যাল সাপ্লাই সেলসম্যান অন্যদিকে তার ভাই একজন ডিটেকটিভ । কোরিয়া হ্যাঁন নদীতে হঠাৎ করেই কিছু লাশ ভেসে উঠে । কারন কি ? ইনভেসটিগেসন শুরু হয় । কিছুই ধরা পরছে না । ধীরে ধীরে মৃতের সংখ্যা বাড়তে থাকে । একের পর এক নদীতে লাশ পাওয়া যাচ্ছে । কিছুদিন পর লক্ষ্য করা যায় মানুষ নিজেই আত্মহত্যা করতে পানিতে ঝাঁপিয়ে পড়ছে । ইমারজেন্সি সব নদী ব্লক করে দেয়া হয় । ইনভেসটিগেসন আরও বাড়ানো হয় । এর মধ্যে নায়ক এর ওয়াইফ এবং তার ছেলের সেম সিমটম দেখা দেয় । নায়ক দিসেহারা হয়ে পরে । কোন ভাবেই মানুষকে আটকানো যাচ্ছে না , পানি দেখলেই ছুটে যাচ্ছে …কারন কি । কি আছে ঐ পানিতে ? ইনভেসটিগেসন শেষে বের হয়ে আসে অদ্ভুত চাঞ্চল্যকর সব তথ্য । অসাম একটা থ্রিলার মুভি হতাস হবার কোন কারন নেই দেখে ফেলুন ।

TOP