FORGOT YOUR DETAILS?

Brother Bear 2003

অ্যানিমেশন প্রেমীদের জন্য । মাত্র দেড় ঘণ্টা অ্যাডভেঞ্ছার একটা মুভি । এর দুইটা পার্ট আছে । খুব ভালো বলবো না কিন্তু ভালো লেগেছে । কাহিনীটা সুন্দর । হরিন দুইটা খুব মজার । আর অ্যাডভেঞ্ছার দৃশ্য গুলো ছিল দেখার মত ।

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

গ্রামবাসীরা মাছ ধরে জীবিকা করে । আশেপাশের জঙ্গল থেকে ভালুক এসে মাছ নিয়ে পালিয়ে যায় । এ দিকে গ্রামবাসীদের বিশ্বাস ভালুক শান্তির প্রতীক । গল্পে ৩ ভাই থাকে ৩ ভাই কে ৩ টা প্রতীক পরিয়ে দেয়া হয় । একদিন ভালুক মাছ চুরি করে নিয়ে যায় বলে ছোট ভাই ধাওয়া করতে করতে জঙ্গলে চলে যায় । সেই খানে ভয়ানক ভালুক এর সাথে লড়াই হয় বড় ভাই এর । ছোট ভাই কে বাঁচাতে গিয়ে মারা যায় বড় ভাই । ছোট ভাই প্রতিশোধ নেবার জন্য আরও গভীর জঙ্গলে ঢুকে পড়ে । ভয়ানক মারামারি হয় ভালুক এর সাথে । এক পর্যায়ে ভালুক মারা যায় আর ছোট ভাই রূপান্তরিত হয়ে পড়ে ভালুকে । কিন্তু কেন ? এইটাই ছবির কাহিনী । কীভাবে সে আবার মানুষ এ পরিনত হয় । কীভাবে সে গভীর জঙ্গলে ভাল্লুক দেড় সাথে বসবাস করে জানতে হলে দেখতে হবে Brother Bear (2003)

TOP