FORGOT YOUR DETAILS?

বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ ও নারীবাদ

বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ ও নারীবাদ
মোঃ এনামুল হক
বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ | ১২০ টাকা

সাধারণ ভাবে সকল উন্নত প্রাণীকুলকে, আর বিশেষভাবে গােটা মানবকুলকে আলাহ্ যে দু’টো প্রধান মৌলিক প্রবৃত্তি সহকারে সৃষ্টি করেছেন তার একটি হচেছ ক্ষুধা, অপরটি হচ্ছে যৌনস্পৃহা। এই দুটো প্রবৃত্তির জন্যেই মূলত পৃথিবীর সব চাকা ঘােরে। কালাে এবং সাদা স্নি ভিন্ন বর্ণ হিসেবে আলহির সৃষ্টি এবং সেজন্যই এই বৈচিত্রময় পৃথিবী এত সুন্দর। পৃথিবীতে আমাদের জীবনকে সুন্দর ও বৈচিত্রময় রাখতে বা বেঁচে থাকার আগ্রহ ধরে রাখতে, নারী পুরুষ উভয়েরই উপস্থিতি যেমন সমানভাবে অপরিহার্য- তেমনি নারী ও পুরুষের মাঝে সব দিক দিয়ে জন্মগত যে পার্থক্য, তাও অনস্বীকার্য -কেউ জোর করে বলেই আজ সে পার্থক্য উঠে যাবে না বরং এই পার্থক্য যে সৃষ্টির গূঢ় রহস্য তা আল্লাহ্‌ নিজেই বলে দিচ্ছেন।

সঠিক উপায়ে এবং সঠিক বিচারে সম্পন্ন বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ ও নারীবাদকে, ইসলামী মূল্যবােধের উপর প্রতিষ্ঠিত করা মুসলিম সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নারী-পুরুষ বা স্বামী-স্ত্রীর মাঝে বৈশিষ্ট্যগত যে পার্থক্য রয়েছে – ৰা পালন করার জন্য যে ভিন্ন ভিন্ন ভূমিকা রয়েছে – তা স্বীকার না করলে এবং সেই ভিন্নতা উপভােগ করতে না পারলে বিবাহিত জীবনে সুখী হওয়া দুষ্কর হতে পারে, লেখক এনামুল হক বাংলাদেশের মুসলিম ভাই-বােনদের কাছে সর্বগ্রাসী কিছু সমসার চিত্র তুলে ধরেছেন, আমাদের জীবনে সেগুলাের প্রভাব নিয়ে বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ ও নারীবাদ এই বইটিতে সুন্দর ভাবে আলােচনা করেছেন।

TOP