FORGOT YOUR DETAILS?

Bestseller 2010

অসাধারণ মেকিং আর শেষ পর্যন্ত সাসপেন্স ধরে রাখার কাজটা কোরিয়ান রাই পারফেক্ট ভাবে করতে পারে । আবারো মুভিটা দেখে প্রমান পেলাম । হুম শেষ পর্যন্ত রহস্য টা না দেখে উঠতে পারলাম আর থ্রিল তো কোরিয়ান মুভিতে থাকবেই । কাহিনী , মেকিং , সাসপেন্স , থ্রিল সবই আছে মুভিটাতে ।

মুভি সম্পর্কে সামান্য কিছু কথা

নায়িকা একজন নাম করা লেখিকা । তার নতুন বই যখন সব জায়গায় সারা ফেলে দেয় ঠিক তখনই জানা যায় নাইয়কার বই এর গল্প টা অন্য এক বই থেকে চুরি করে লিখা । নায়িকার নামে কেস হয় এবং তার পাগলপ্রায় অবস্থা । দুই বছর কেটে যায় , নায়িকা এক পুরানো বাড়ি ভাড়া নেয় এবং আবারো গল্প লিখা শুরু করে সাথে থাকে তার মেয়ে । কাহিনী এইখান থেকেই শুরু …নায়িকার ছোট মেয়ে , অদৃশ্য কাউকে দেখে …নায়িকা প্রথমে বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করে এবং তার মেয়ের কাছ থেকে সেই অদৃশ্য মেয়ের গল্প শুনে একটা গল্প লিখে । গল্প টা প্রকাশ হলে এইবারো নায়িকার নামে কেস হয় এবং এইটা একটা চুরি করে বই থেকে লিখা হিসাবে প্রমানিত হয় । অথচ নায়িকা সেই বই কখনই পরেইনি …এই গল্প তো তার মেয়ের মুখে শুনা তাহলে কিভাবে সম্বব অন্য বই এর সাথে মিলে যাওয়া ? ওই অদৃশ্য মেয়েটা কে ? নায়িকাকে কেউ বিশ্বাস করেনা তাই সে নিজেই রহস্য গুলো বের করা শুরু করে …এরপর বের হয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য … প্রথম এক ঘণ্টা মুভিটা একটু স্লও ভাবে আগায় এরপর থেকে শুরু হয় থ্রিল আর থ্রিল । যখন নায়িকা সত্য এর মুখোমুখি হয় । কি ছিল সেই সিক্রেট জানতে হলে দেখতে হবে মুভিটা ।

TOP